করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সমগ্র যুক্তরাষ্ট্রের বিদ্যমান লকডাউনে খাদ্য, চিকিৎসা সহ নানা সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এই তীব্র সংকটে হ্যামট্রামিক ও ডেট্রয়েট শহরের প্রায় ২ শত পরিবারের মাঝে গত শনিবার বিগ বয় রেস্টুরেন্ট এবং এ এফ আর পরিবারের পক্ষ থেকে খাদ্য এবং মাক্স বিতরণ করা হয়।
বিগ বয় রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ডাক্তার রেদওয়ান উদ্দিন এবং এ এফ আর পরিবারের পক্ষ থেকে ডাক্তার মোস্তফা জোসেফ ক্যাম্পু ও হলব্রুক কর্নারে খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ করেন। শনিবার উক্ত কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র কারেন মাজেওয়াস্কি। প্রতিটি খাবারের ব্যাগে ৬ জনের সমান সম্পূর্ণ হালাল খাবার ছিল।
দুপুরে আফ্রিকান, আমেরিকান, মেক্সিকান, বাংলাদেশি, ইয়েমেনী, আরবীয়, দক্ষিণ আফ্রিকান, পলিশ, বসনিয়ান, হিসপানিক ও ককেশিয়ানসহ নানা ধর্ম-বর্ণের লোকদের মধ্যে এসব খাবার ও মাস্ক বিতরণ করা হয়। কিছু লাঞ্চ ব্যাগ সিটির পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও ইএমএস সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। এই মহা দুর্যোগের সময় তাদের অবদানকে স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা।
খাবার পরিবেশনার সার্বিক দায়িত্বে ছিলেন বিএডিসির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন। বিএডিসির বর্তমান প্রেসিডেন্ট মুহিত মাহমুদ, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী ও হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী কো-অর্ডিনেশনের দায়িত্বে ছিলেন। সার্বিক সহযোগীতায় ছিলেন বিএডিসি ১৩ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান গিয়াস তালুকদার, বিএডিসি ১৪ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান রেজাউল চৌধুরী, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী মন্জুরুল করিম তুহিন ও সেক্রেটারী ফর স্মল বিজনেস এফেয়ার্স আবুল আজাদ ও কমিউনিটির নেতা আরমানী আসাদ সহ প্রমুখ।