মিশিগানে বেকারত্ব সুবিধা বাড়ানোর নির্বাহী আদেশে স্বাক্ষর  


নভেল করোনা ভাইরাসের কারণে মিশিগানে সৃষ্ট বেকারত্ব সমস্যা প্রশমিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গভর্নর গ্রেচেন হুইটমার। বেকারত্ব সুবিধা প্রাপ্তির শর্ত পূর্বের চেয়ে সহজ করে বুধবার তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। গভর্নরের অফিস সূত্র মতে, নতুন এই নির্বাহী আদেশ  ১০,০০০(দশ হাজার) আবেদনকারীর বেকারত্ব সুবিধা ত্বরান্বিত করবে।  লকডাউন এর প্রভাবে অতি সাম্প্রতিক সময়ে যারা চাকরি হারিয়েছেন তাদের কথা বিবেচনা করার কথা নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে।

উক্ত আদেশে মিশিগানে ওয়ার্ক শেয়ার কার্যক্রম বৃদ্ধি করা হবে। এছাড়া অপ্রত্যাশিতভাবে যারা পরিবারের দায়িত্ব নিয়েছেন তাদের সহযোগিতা, শারীরিক অক্ষমতার কারণে যারা কাজ করতে পারছেন না এবং যারা পূর্ব উদ্যোগ থাকা সত্ত্বেও করোনাভাইরাস এর কারণে নতুন কোনো কাজে যোগদান করতে পারেননি তাদেরকে সুবিধার আওতায় আনা হবে। এছাড়া বেকারত্ব ভাতার জন্য যেকোনো আবেদনকারীকে ২৬ সপ্তাহ পর্যন্ত বেকারত্ব সুবিধা প্রদান, ছাঁটাই কমানোর জন্য নিয়োগকর্তাদের সাথে কষ্ট শেয়ারিং ইত্যাদি নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে।

নির্বাহী আদেশে ঘোষণা প্রদানকালে গভর্নর মিশিগানবাসিকে বিচলিত না হবার জন্য অনুরোধ করেন। তিনি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিক প্রণোদনার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ক্ষতি পুষিয়ে দেবার আশ্বাস প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *