মিশিগানে ব্রিজ অর্গানাইজেশন এবং শাকিল খন্দকার গ্রুপের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 


ব্রিজ অর্গানাইজেশন এবং শাকিল খন্দকার গ্রুপের উদ্যোগে বৃহষ্পতিবার মিশিগানের ডেট্রয়েট ও হ্যামট্রামিক সিটিতে  পবিত্র মাহে রমজানে করোনা সংকট চলাকালীন ক্ষতিগ্রস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে গ্রোসারি খাদ্য ও মেডিকেল সামগ্রী বিতরণ করা হয়েছে।   

প্রতিকূল  আবহাওয়া উপেক্ষা করে বিকাল ৩  টার দিকে হ্যামট্রামিকের কাবাব হাউজ রেস্টুরেন্ট  প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গ্রোসারি খাদ্য ও করোনা ভাইরাস প্রতিরোধক মেডিকেল সামগ্রী বিতরণ করা  হয়।  খাদ্য বিতরণ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান, শাকিল খন্দকার, নাজেল হুদা, মনজুরুল করিম তুহিন,আরমানী আসাদ সহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *