মিশিগানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের নাগরিক সংবর্ধনা


গোয়াইনঘাট উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ যুক্তরাষ্ট্রের মিশিগানে সংবর্ধিত হয়েছেন।

গতকাল ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার​, হেমট্রামিক সিটির রেস্টুরেন্টের হলরুমে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান’ কর্তৃক আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ারেন সিটি ডেমোক্র্যাট পার্টির ডাইভার্সিটি প্রেসিডেন্ট ও ওয়ারেন সিটি প্রিসেন্ট ৬ ডেমোক্র্যাট পার্টির  ডেলিগেট ড. খাজা শাহাব আহমদ, কমিউনিটি নেতা মোস্তফা আনোয়ার, ফারুক আহমদের সহধর্মিনী রওশন আরা বেগম এবং যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক ও নিউইয়র্কের বিশিষ্ট রিয়্যাল এস্টেট ব্যবসায়ী জামাল হোসেন।

 

পবিত্র কোরান থেকে মোহাম্মদ আশরাফুল আমিনের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা নজরুল রহমান, সংগঠনের সম্মানিত সদস্য আব্দুল লতিফ বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলওয়ার হোসেন, প্রবাসীকল্যাণ সম্পাদক মোহাম্মদ হেলাল আবেদীন,আবুল কালাম আজাদ, মিজান মিয়া জসিম,রাজেল তালুকদার,তারেক আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান’ , গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান , প্রবাসী সমাজকল্যাণ পরিষদ, প্রবাসীকল্যাণ ট্রাস্ট, কোম্পানিগঞ্জ,জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন মোহাম্মদ রমিজ উদ্দিন ও নজরুল ইসলাম বদরুল।

সংবর্ধিত অতিথি ফারুক আহমদ তাঁর বক্তব্যের শুরুতেই তাঁকে প্রদত্ত সম্মান গোয়াইনঘাটবাসীকে উৎসর্গ করে বলেন, ‘গোয়াইনঘাটের মাটি ও মানুষের জন্যে তিনি আজীবন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চান।বৃহত্তর জৈন্তিয়ার সর্বত্র গ্যাস সংযোগ প্রদান, শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীকল্যাণ সংক্রান্ত নানা বিষয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন এমপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’ র সঙ্গে দেখা করে তাঁদের নজরে আনবেন বলে আশ্বস্ত করেন।‘

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘ছাত্রজীবনে ফারুক আহমদ ছিলেন অত্যন্ত মেধাবী।তাঁর সততা ও নিষ্ঠা সর্বজনস্বীকৃত।তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে তাঁরই অনুকরণে সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে বলেন, ‘আপনার নাম এই বলে খ্যাত হোক, আপনি আমাদেরই লোক।’

অনুষ্ঠান শেষে সংগঠনের উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল ও তাঁর পরিবারবর্গ, সংগঠনের ট্রেজারার মোহাম্মদ সোয়াইব ও তাঁর পরিবারবর্গ এবং সিনিয়র সদস্য গোলাম আজম মাসুক ও তাঁর পরিবারবর্গের আশুরোগমুক্তির জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, ফারুক আহমদ সস্ত্রীক তিন দিনের এক সংক্ষিপ্ত সফরে মিশিগানে এসেছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা বশির মিয়া,মোঃ আব্দুল হান্নান, মোহাম্মদ জয়নাল উদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ কামাল আবেদীন, আখতার হোসেন মাসুক,আব্দুল মন্নান, আব্দুল খালিক, তরিক উদ্দিন, ইফতেখার আহমেদ হেলাল, নিয়াজ মুর্শেদ, আব্দুল মালিক ,ইমরান আহমেদ, মোঃ আশরাফুল আমিন, অলিউর রহমান ,খালিক উদ্দিন, রানু মিয়া,মোহাম্মদ মুসা, মকবুল জাবেদ, রাজেল তালুকদার, গুলজার আহমেদ, তারেক আহমেদ, মুর্শেদ আহমেদ, সিরাজুল ইসলাম, জামালুর রহমান, রুহুল আলম, ইয়াসিন আহমেদ,ফরিদ আহমেদ, আব্দুল মুকিত,মারুফ আবেদীন প্রমুখ।

 

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *