মিশিগানে চলমান করোনাভাইরাস সংকটের কারণে কর্মবিরতিতে থাকা রেস্তোরা কর্মীদের জন্য জনপ্রতি ৫০০ ডলার অনুদান প্রদান করা হচ্ছে। আবেদনকারীদের মধ্যে যেসব রেস্টুরেন্ট কর্মী ১০ মার্চ স্টেট ইমারজেন্সি জারি করার পর চাকরি খুইয়েছেন তারা অনুদান গ্রহণ করতে পারবেন।
মিশিগান রেস্তোঁরা ও লজিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, মার্চের প্রথম তিন সপ্তাহের মধ্যে মিশিগানের রেস্তোঁরা শিল্পটি আনুমানিক ৪৯১ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি সম্মুখীন এবং ৭২০০০ বেশি রেস্তোরা কর্মী চাকরি হারিয়েছে। বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্ট কর্মীদের আর্থিক সহায়তার জন্য রিলিফ তহবিলটি তৈরি করা হয়েছে।