মিশিগানে লকডাউনের সময়সীমা বাড়ল ১৫ মে পর্যন্ত


করোনায়ভাইরাস সংক্রমণ মোকাবিলায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করেছে মিশিগান রাজ্য সরকার। এর আগে ১ মে পর্যন্ত লকডাউন কার্যকরের নির্দেশ ছিল। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় মিশিগান গভর্নর নতুন করে এ সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ফক্স নিউজে মিশিগান গভর্নর গ্রেচেন হুইটমার বলেন, অবস্থা নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। এ মুহূর্তে বিধিনিষেধ শিথিল করা হলে সব ত্যাগ অগ্রগতি ধূলিসাৎ হয়ে যাবে। তবে অন্ধকারে পর নিশ্চয়ই আলো আসবে। করোনা মোকাবেলায় জনগণের সর্বাত্নক সহযোগিতা প্রয়োজন। শেষ খবর পাওয়া পর্যন্ত মিশিগান রাজ্যে করোনা সংক্রমণে পৌঁনে ৩ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ২৯১ জন। এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থার হিসেব মতে, গোটা যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যা ৫০ হাজার ২৪৩ জন। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *