মিশিগানে ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে মানববন্ধন অনুষ্ঠিত


আজ রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশের কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসী ঘটনার পর বিভিন্ন স্থানে পূজামন্ডপে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের প্রতিবাদে ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে কনান্ট এভিনিউস্থ বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মিশিগান মহানগর আওয়ামী লীগ, মিশিগান স্টেইট যুবলীগ, মিশিগান স্টেইট স্বেচ্ছাসেবক লীগ, মিশিগান স্টেইট ছাত্রলীগ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি মিশিগানে ববসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করে।

উক্ত মানববন্ধনে বক্তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপে ও হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও তীব্র নিন্দা জানান। একই সাথে বক্তারা সারাদেশে যে সব হামলার ঘটনা ঘটেছে, সেসব বর্বর ঘটনার সাথে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুস শাকুর খাঁন মাখনের সভাপতিত্বে ও মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব যুগ্ন সম্পাদক মৃদুল কান্তি সরকার, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো জাহেদ মাহমুদ আজিজ সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান স্টেট সেচ্ছাসেবকলীগের আহ্ববায়ক ইজাজুল ইসলাম মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন, পঙ্কজ দাস, নিপেশ সুত্রধর, সৌরভ চৌধুরী, প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ ।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার নানুয়ারদিঘী পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে প্রতিমার পায়ের কাছে কোন এক ষড়যন্ত্রকারী মহল মুসলমানদের ধর্মগ্রন্থ কোরান রেখে দিয়ে পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে হিন্দু ধর্মালম্বী সাধারণ মানুষের ওপর পৈশাচিক আক্রমণ নামিয়ে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *