করোনাভাইরাসের কারণে সমগ্র আমেরিকাজুড়ে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। অনেক কোম্পানি উৎপাদন বন্ধ করে দিয়েছে, অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় মিশিগানে গত একসপ্তাহে ১২৯,০০০ এরও বেশি বাসিন্দা করোনাভাইরাস কে দায়ী করে নিজেদের বেকার দাবি করে।
দেশব্যাপী প্রায় ৩.৩ মিলিয়ন নতুন বেকারত্ব সৃষ্টি হয়েছে বলে জানানো হয়। আমেরিকান নিউজ এজেন্সি অ্যাসোসিয়েটেড প্রেসের ট্র্যাকিং সংখ্যা অনুসারে মিশিগানে নতুন বেকারত্বের ফাইলগুলি আগের সপ্তাহের থেকে প্রায় ২৪ গুণ এবং ২০১৯ সালে একই সময়ের চেয়ে বেশি ছিল।
গত সপ্তাহে আমেরিকা যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৩.৩ মিলিয়ন মানুষ বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছে , ১৯৮২ সালে আগের রেকর্ডের চেয়ে চারগুণ বেশি।