মিশিগানে ১৫ জুন থেকে সেলুন, ট্যাটু, স্পা খুলবে


মিশিগান অঙ্গরাজ্যের গভর্ণর গ্রিচেন হুইটমার ৫ জুন ঘোষণা করেছেন, আগামী ১৫ জুন থেকে মিশিগানে চুল কাটার সেলুন, ট্যাটুর দোকান, নোখ কাটার ও সৌন্দর্যকরনের দোকান এবং স্পা খুলবে।

মিশিগান সেফ স্টার্ট প্ল্যানের অধীনে  বিভিন্ন সেক্টর খোলার  ব্যাপারে দুটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন। গভর্ণর অফিস সুত্রে জানা গেছে, ট্রেভার্স সিটি অঞ্চল এবং আপার পেনিনসোলা অঞ্চলে আগামীতে সিনেমা হল, জিমসহ আরো কিছু প্রতিষ্টান খুলে দেয়া হতে পারে।

এদিকে পুলিশ কর্তৃক নির্যাতনে জর্জ ফ্লয়েড(৪৬) নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে রাজ্যের ডেট্রয়েট শহরে প্রতিবাদ ও বিক্ষোভ টানা অষ্টম দিনের মত অব্যাহত রয়েছে। ৫ জুন শহরের ডাউন টাউনের  ঐতিহাসিক বেলে আইলে পার্কে কয়েকশ প্রতিবাদকারী কারফিউ অমান্য করে বিক্ষোভ ও মিছিল করেন।

তবে মিছিলের আশ পাশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাত পোনে দশটার দিকে আয়োজকেরা প্রতিবাদ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। ডেট্রয়েটে রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে কিন্তু শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ হওয়ায় পুলিশ গ্রেফতার বা এ্যকশনে যায়নি।

এদিকে মিশিগানের গভর্ণর গ্রিচেন হুইটমার ও ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান গত ৪ জুন জর্জ ফ্লয়েডকে সন্মান জানাতে রাজ্যের হাইল্যান্ড পার্ক সিটির এক সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন। মিছিলটি হাইল্যান্ড পার্ক শহর থেকে উডওয়ার্ড অ্যাভিনিউ ধরে ডেট্রয়েট শহরের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছে এবং এখানে ওয়ারেন অ্যাভিনিউতে কিছুক্ষণ নীরবতা পালন করে ফ্লয়েডের প্রতি সন্মান জানানো হয় ।

মিছিলে শত শত মানুষ অংশ গ্রহণ করেন। মিছিলটি ডেট্রয়েট ও হাইল্যান্ড পার্ক শহরের পুলিশ কর্তৃক ব্যাপক নিরাপত্তা প্রদান করা হয়, এ সময় আকাশে হেলিকপ্টার উড়তে দেখা যায়। মিছিল শুরুর আগে গভর্ণর সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘এই পদযাত্রা ন্যায় বিচারের জন্য।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *