করনা ভাইরাস মহামারীতে রাজ্য বাজেট ঘাটতি হওয়ার কারণে চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে ৩১০০০ বা প্রায় দুই-তৃতীয়াংশ স্টেট কর্মচারী সাময়িক লে-অফ ডে (কর্মবিরতি দিবস) পাবেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বুধবার এক বিবৃতিতে জানান। পাশাপাশি গভর্নর ঘোষণা প্রদান করেন যে রাজ্য একটি ফেডারেল “ওয়ার্ক শেয়ার” প্রোগ্রামে অংশ নেবে। সেখানে কর্মচারীরা কয়েক ঘণ্টার কাজে যোগদান করে তাদের হারানো মজুরির একটি অংশ তৈরি করতে স্বল্প সময়ের বেকারত্ব সুবিধা কাজে লাগাতে পারবেন। যার দরুন আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে বলে গভর্নর আশ্বাস প্রদান করেন।
অনেকের জন্য দুই সপ্তাহের বেতন পিরিয়ডের জন্য দুটি লে-অফ ডে হবে। নন ম্যানেজার দের জন্য দুই সপ্তাহে ২ দিন লে-অফ যা এই রবিবার থেকে শুরু হয়ে ২৫ জুলাই পর্যন্ত চলবে। উচ্চস্তরের কর্মকর্তারা ওয়ার্ক শেয়ার প্রগ্রামে অংশ নিতে পারবেন না তবে প্রতিবার মজুরির সময় একটি লে অফ ডে -এর অংশ হিসেবে ৫% বেতন কাটা যাবে। এই উদ্যোগের ফলে মিশিগানে ৮০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে আশা করছে রাজ্য কর্তৃপক্ষ।
গভর্নর এক বিবৃতিতে বলেন, “আমরা করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি এবং এটা স্পষ্ট যে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যে মিশিগানের বাজেটে মারাত্মক প্রভাব ফেলবে।” এই ছাঁটাইয়ে রাষ্ট্রীয় সৈন্যদল, কারাগার এবং অন্যান্যদের প্রভাব ফেলবে না বলে গভর্নর জানান।