মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর সভাপতি জনাব মুহিত মাহমুদ ভাইয়ের মা এবং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল মতিন পাখি মিয়া সাহেবের স্ত্রী শেখ হোসনে আরা খাতুন গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫ ঘটিকায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে মরহুমার মৃত্যুতে মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস এর পক্ষ থেকে গভীর শোক ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম শামীম ও জেনারেল সেক্রেটারি জিয়া হক ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মহান রাব্বুল আলামীন যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন এবং উনার পরিবারের সবাইকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।