মিশিগান বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক ককাস-এর শপথ গ্রহণ


গত রবিবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির এক রেস্তোরাঁয় মিশিগান বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এম.আই.বি.এ.ডিসি) ২০২২-২০২৩ সালের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম (শামীম), ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বাহার, ভাইস প্রেসিডেন্ট  ফর কমিউনিকেশন,পাবলিক এন্ড  কমিউনিটি রিলেশনস রেজাউল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ফর ফিন্যান্স এন্ড ফান্ড রাইজিং সাদেক রহমান সুমন, জেনারেল সেক্রেটারি কাওসার দেওয়ান, যুগ্ম সেক্রেটারি আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ সালমা সাইফ, সেক্রেটারি ফর ইমিগ্রেশন অ্যান্ড ইউনিয়ন রিলেশনস বাবুল মিয়া, সেক্রেটারি ফর মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কস সুমন কবির, থার্টিন ডিস্ট্রিক্ট নিউ চেয়ার গিয়াস তালুকদার, উপদেষ্টা কাউন্সিল চেয়ারম্যান জাবেদ ইব্রাহিম চৌধুরী, উপদেষ্টা কাউন্সিল কো-চেয়ার মোহাম্মদ সুলামান খান এবং ফাইন্যান্স অ্যান্ড ফান্ডরাইজিং কমিটি চেয়ার ফকরুল ইসলাম বাচ্চু শপথ গ্রহণ করেন।

নির্বাচন কমিশনার আরিফ মাহমুদ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বিদায়ী প্রেসিডেন্ট মুহিত মাহামুদ এ কমিটি সংগঠনে গতিশীলতা আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ নজরুল ইসলাম (শামীম) বলেন, আমরা সংগঠনের সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ভালো কিছু করতে পারব এবং একঝাঁক মেধাবী ও যোগ্য সদস্যদের নিয়ে গঠিত নতুন কমিটির সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও এমআই-বিএডিসি বোর্ডের চেয়ারম্যান ড. নাজমুল হাসান শাহিন এবং এমআই-বিএডিসির সাবেক সেক্রেটারি জিয়া হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে অনুপস্থিত নবনির্বাচিত সদস্যরা পরবর্তীতে শপথ নিতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *