মিশিগান-বিএডিসি’র উদ্যোগে আবারো ৬৪ পরিবারে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ


মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআই-বিএডিসি) এর উদ্যোগে গত ২২ মে ২০২০ রবিবার হ্যামট্রামিক,ডেট্রয়েট, ওয়ারেন, শেলবি টাউনশিপ এবং লানসিং শহরে ৬৪ টি পরিবারের মাঝে ঈদের খাদ্য সাহায্য বিতরণ করা হয় ।


এর আগে গত ২১ এপ্রিল ২০২০ রোজ মঙ্গলবার মোট ৮৬ টি পরিবারের (৪০০ জনের অধিক) মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছিল ।


এবারের ঈদ খাদ্য সামগ্রীর স্পন্সর ছিলেন ইরাকী কমিউনিটি থেকে আহমেদ আলমারি, আব্দুল্লাহ আলমারি, দেলাওয়ার গারদী, আমরো ওমারী ও আলী আলোমারি ।
খাদ্যের মধ্যে ছিল চাল, মাংস, আলো, পেঁয়াজ, রান্না তেল, সেমাই, চিনি, লবণ, রান্নার মাসালা, ও পাউডার মিল্ক । খাদ্য গুলি ওয়ারেনের হিরা ফুড মার্ট থেকে সংগ্রহ করা হয় । এম আই -বিএডিসি নেতাদের তত্ত্বাবধানে পরিবার গুলোর মাঝে সুষ্টুভাবে বিতরণ করা হয়।

ফুড বাস্কেট ডিস্ট্রিবিউশনের সার্বিক দায়িত্বে ছিলেন বিএডিসির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন । সার্বিক সহযোগীতায় ছিলেন এমআই বিএডিসির বোর্ড অব ট্রাষ্টি সুলেমান বাহার, ভাইস প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী, বিএডিসি ১৩ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান গিয়াস তালুকদার, বিএডিসি ১৩ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান গিয়াস তালুকদার, বিএডিসি ১৪ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান রেজাউল চৌধুরী, বিএডিসি ১২ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান জাহেদ হক, ভাইস প্রেসিডেন্ট কাউসার দেওয়ান, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী ও হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী আবুল আজাদ, কমিউনিটি এফেএয়ার্স চেয়ার কামরুজ্জামান, হেরা ফুড মার্টের স্বত্তাধিকারী জনাব মুজিব ও জনাব শাহাব উদ্দিন সহ প্রমুখ ।


বিএডিসির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন বাংলা সংবাদকে বলেন “দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে গেলে । আমরা ভাগ্যবান আমাদের ঘরে ঈদের খাবার আছে । কিন্তু আমাদের এই কমিউনিটিতে অনেক নতুন অভিবাসী এবং শরণার্থী রয়েছেন যাদের চাকরি নেই, এমনকি গাড়ি বা কোন স্বাস্থ্য বীমাও নেই । তারা সরকারি সহযোগিতা যেমন বেকারত্ব ভাতা এবং ফুড স্ট্যাম্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। সেসকল পরিবারগুলিকে আমরা ঈদের দিনের জন্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করছি । এছাড়াও বাংলাদেশে সিলেট, ঢাকা ও কুমিল্লা সহ বেশ কয়েকটি এলাকায় গরিব-অসহায় বিপদগ্রস্ত অভাবীদের মাঝে সাহায্য প্রদান অব্যাহত রাখছি ।“


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *