যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সেক্রেটারি, বাংলা প্রেসক্লাব অব মিশিগান, ইউএসের সহ-সভাপতি সেলিম আহমেদের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদ উদ্দিন বটল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত নানানরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
আসাদ উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরোপকারী ওআদর্শবান মানুষ হিসেবে তাকে এলাকার মানুষ সম্মান করতেন। দেশবিদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনিনিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মিশিগান বাংলা প্রেসক্লাব ইউএসের সভাপতি হেলাল উদ্দিন রানা, সেক্রেটারিইকবাল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক তোফায়েল রেজা সোহেল, যুগ্ম সম্পাদক ফারজানা চৌধুরী, কোষাধ্যক্ষ আশিকুররহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক শফিকুর রহমান, শামীম আহছান, চিন্ময় আচার্য্য, সৈয়দ সাহেদুলহকসহ প্রেসক্লাবের সকল সদস্যরা।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েস, ইউসুফ কামাল, মিশিগান বিএনপি সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন, বিএনপিসদস্য মোশাররফ চৌধুরী লিটু, ময়নুল হক, মিশিগান যুবদল সভাপতি শাহাদত হোসেন মিন্টুসহ মিশিগান প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতারা।
তারা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উনার নামাজে জানাযা আজ (২৫ অক্টোবর) বাদ যোহর নিউইয়র্কের পার্কচেষ্টার জামে মসজিদ ও বাদ আসর আল আমান জামে মসজিদ, ওজন পার্কে অনুষ্টিত হবে ।
আগামীকাল (২৬ অক্টোবর) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উনার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা রয়েছে ।