যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটির কর্মকর্তারা।
গত জুলাই মাসে ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে টিকা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ পর্যন্ত ইউনিভার্সিটির ৬৭,০০০ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের মধ্যে অধিকাংশই টিকার ফর্ম পূরণ করেছে। শীঘ্রই সবাইকে টিকার আওতায় আনা যাবে বলে জানিয়েছে ইউনিভার্সিটির কর্মকর্তারা।