এবছর ৮০ জন প্রতিযোগীকে পিছিয়ে ফেলে ৭০ তম মিস ইউনিভার্স-২০২১ মুকুট জিতলেন ভারতের হারনাজ সান্ধু।
গত রবিবার ( ১২ ডিসেম্বর) ইসরায়েলে এক অনুষ্ঠানের মাধ্যমে আগের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা হারনাজের মাথায় মিস ইউনিভার্স-২০২১ মুকুট পরিয়ে দেন।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)- এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানটি মার্কিন টিভি ব্যক্তিত্ব স্টিভ হার্ভে উপস্থাপনা করেন। আয়োজকরা জানান, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা প্রতিযোগিতাটি ১৭২টি দেশে ফক্স টিভি নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৬০০ মিলিয়ন দর্শক উপভোগ করে।