যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে সাত বছর বয়সী শিক্ষার্থীর পিতামাতার সম্মতি ছাড়া চুল কেটে দেওয়ার কারনে তার বাবা প্রতিষ্ঠানটির গ্রন্থাগারিক এবং শিক্ষক সহকারীর বিরুদ্ধে ১ মিলিয়ন ডলারের মামলা করেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর নাম জুরনি হফমেয়ার এবং সে একজন মিশ্র বর্ণের শিশু। তার বাবা কৃষ্ণাঙ্গ এবং মা শ্বেতাঙ্গ।
সম্প্রতি মেয়ের প্রতি বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ জানিয়ে শিক্ষার্থীর বাবা জিমি হফমেয়ার গ্রান্ড রাপিডসের ফেডারেল আদালতে মাউন্ট প্লিসেন্ট পাবলিক স্কুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগে তিনি বলেন, অনুমতি ছাড়া চুল কেটে দেওয়ায় তার মেয়ের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। তাছাড়া এতে তার মেয়ে জাতিগত বৈষম্য, ভীতি প্রদর্শন, মানসিক যন্ত্রণা এবং আক্রমণের শিকার হয়েছে।