মেসি এখন পিএসজির, প্যারিসে বীরোচিত অভ্যর্থনা


বার্সেলোনার চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন প্যারিসের ক্লাব পিএসজিতে।

ছয়বারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে মঙ্গলবার চুক্তি করে গত এক দশকে লিগ ওয়ানের সফলতম দলটি।

প্যারিসের স্থানীয় সময় এদিন বিকেলে স্বপরিবারে লে বুরজে এয়ারপোর্টে পৌঁছান মেসি। সমর্থকদের ‘মেসি, মেসি, মেসি’ স্লোগানে হাত নেড়ে জবাব দেন তিনি। এসময় ‘দিস ইস প্যারিস’ লেখা সাদা টি শার্ট পরেছিলেন সাবেক বার্সেলোনা তারকা।

এরপর হয় তার মেডিকেল পরীক্ষা এবং সবশেষে চুক্তিতে স্বাক্ষর করেন মেসি। দীর্ঘ প্রতীক্ষা শেষে স্থানীয় সময় রাত সোয়া ১০ টায় আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেয় পিএসজি।

মেসির সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ৯ বারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিপত্রে।
পিএসজি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতি মৌসুমে কর বাদে তার বেতন হবে আড়াই কোটি ইউরো। অন্যান্য বোনাস মিলিয়ে সংখ্যাটা হবে সাড়ে তিন কোটি ইউরো।

বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টায় পিএসজির মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন রেখেছে ক্লাবটি। সেখানেই বার্সেলোনার হয়ে রেকর্ড ৬৭২টি গোল করা মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে পিএসজি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *