মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান আগামী ২২ আগস্ট (রবিবার) তারিখে এক বনভোজনের আয়োজন করেছেন। বনভোজনটি অনুষ্ঠিত হবে হলমিচ পার্কে, যার ঠিকানা ৩০০১ ইস্ট ১৩ মাইল রোড, ওয়ারেন, মিশিগান ৪৮০৯২। শুরু হবে দুপুর একটা থেকে।
এ আয়োজনে থাকছে র্যাফেল ড্র এবং শিশু, মহিলা ও বয়স্কদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা।
এ বনভোজনকে সফল করতে মিশিগানে বসবাসরত মৌলভীবাজারবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের সৈয়দ সিকান্দার আলী, সৈয়দ মতিউর রহমান সিমু, লুৎফুর রহমান, এম হোসেন মাছুম, আতিক, পলাশ, তারেক, মোঃ শাহীন আহমদ, মুনিম, খছরু, খছরু ইসলাম, মুহিত, মাহবুব মতলিব।