মেয়াদোত্তীর্ণ ওষুধ-কেক বি‌ক্রি করায় ৭ প্রতিষ্ঠানকে জ‌রিমানা‌


মেয়াদোত্তীর্ণ ওষুধ ও জন্মদি‌নের কেক বি‌ক্রি করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈ‌রির অপরা‌ধে সাত প্র‌তিষ্ঠান‌কে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার রাজধানীর পুরান ঢাকার লালবাগ ও হাজারীবাগ এলাকার অ‌ভিযান করে এ জরিমানা করা হ‌য়। অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।‌

তি‌নি বলেন, লালবাগের ওয়েল ফুডকে মেয়াদহীন জন্মদি‌নের কেক বিক্রি কর‌তে দেখা যায়। যার কোনো মূল্য কিংবা উৎপাদন তারিখ লেখা ছিল না। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অ‌ভি‌যো‌গে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্য‌দি‌কে হাজারীবাগ এলাকার তিনটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়া‌দোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অভিযোগে ইডেন স্কয়ার ফার্মাকে ৫০ হাজার, রাজিয়া মেডিসিন হাউজকে ১০ হাজার টাকা, ওয়াফি মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইস‌ঙ্গে মেয়া‌দোত্তীর্ণ ওষুধ স্পটে ধ্বংস করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈ‌রির অপরা‌ধে ক্যাফে আননুরকে পাঁচ হাজার ও ক্যাফে শাহজালালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *