মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন মুক্তিযোদ্ধা


বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় ছোমেদ আলী সরদার (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোমেদ আলী সরদার বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকার মৃত শাহ আলম সরদারের ছেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়।

বিমানবন্দর থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মুক্তিযোদ্ধা ছোমেদ আলীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী আহত হন। আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ছোমেদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি জাহিদ বিন আলম আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল বলেন, আহত দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।