স্টাফ রিপোটার :: মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌনমিছিল ও মানববন্ধন করেছে মৌলভীবাজারের ১০টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত বাঙলার উৎসব উৎযাপন পরিষদ।
আজ বিকেলে শহরের শাহমোস্তফা সড়ক থেকে মুখে কালো কাপড় বেঁধে উদিচি,ধ্রুবতারা, রবিরশ্মি, , সপ্তস্বর,সাংস্কৃতিক ইউনিয়নসহ ১০টি সংগঠনের কমির্রা মৌন মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমুহনা চত্তরে এসে মানববন্ধন করে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদকারীরা।
মানববন্ধনে নুসরাত হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।