মৌলভীবাজারে মহান মে দিবস পালিত


সোহেল আহমদ :: শ্রমিক মালিক ঐক্যগড়ি উন্নয়নের শপথ করি এই স্লোগানে মৌলভীবাজার জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর এর আয়োজনে মৌলভীবাজারে মহান মে দিবস পালিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর আয়োজনে র‌্যালী,আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্টান মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্টিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: তোফায়েল ইসলাম জেলা প্রশাসক,মৌলভীবাজার।প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমদ,সংসদ সদস্য মৌলভীবাজার-৩।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা জহুরা আলাউদ্দিন,সংসদ সদস্য ,মৌলভীবাজার সংরক্ষিত আসন। আলহাজ্ব আজীজুর রহমান,চেয়ারম্যান জেলা পরিষদ,মৌলভীবাজার সদর। মো: জাকির হোসেন, উপ মহা পরির্দশক,কলকারখানা ও প্রতিষ্টান পরির্দশন অধিদপ্তর মৌলভীবাজার। মো: ফজলুর রহমান,মেয়র,মৌলভীবাজার পৌরসভা। মো: কামাল হোসেন,চেয়ারম্যান উপজেলা পরিষদ,মেীলভীবাজার মোহাম্মদ শাহাজালাল ,বিপিএম.পিপিএম,পুলিশ সুপার মৌলভীবাজার।মো: মিছবাহুর রহমান,সাধারন সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ।মো: আসাদ হোসেন মক্কু,সভাপতি মৌলভীবাজার জেলা শ্রমিকলীগ। মো: মনিরুজ্জামান উপজেলা নির্বাহি অফিসার,মৌলভীবাজার সদর। মৌলভীবাজার জেলার শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।