মৌলভীবাজারে মিশিগান চ-বি এলামনাই এসোসিয়েশনের পক্ষে একশ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


করোনাভাইরাস মহামারিতে দুর্দশা কবলিত এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন সুদূর মিশিগানে অবস্থান করা বাঙ্গালী প্রবাসীরা। মিশিগানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন মৌলভীবাজারে সদর উপজেলার হামরকোণা গ্রামের শতাধিক পরিবারের শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তাদের পক্ষে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেন স্থানীয় সমাজ সেবক অলিউর রহমান। তাকে এ কাজে সহযোগিতা করেন সাইদুর রহমান, হাবিবুর রহমান, ওয়াহিদুর রহমান প্রমুখ।

মিশিগান চ-বি এলামনাই এসোসিয়েশনের আহবায়ক সৈয়দ মঈন দীপু ও সদস্য সচিব প্রভাষক লুৎফুর রহমান জানান করোনাভাইরাস প্রকোপে দেশের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের আপদের সময়ে প্রতিকুল পরিস্থিতির জন্য দেশে এসে পাশে থাকা সম্ভব হচ্ছে না। তাই সামান্য খাবার সামগ্রী দিয়ে দূর থেকে তাদের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রয়াস।

করোনাভাইরাস কেন্দ্রিক দেশের দুর্যোগ মুহূর্তে প্রত্যেক প্রবাসীকে স্ব স্ব অবস্থান থেকে মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তারা দাবি করেছেন।

বিতরণকৃত প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু, লবণ, চিনি ও সাবান দেওয়া হয়েছে। এছাড়া এ সংগঠনের পক্ষে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী অভাবী মানুষের মাঝে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *