মৌলভীবাজার উদযাপন হয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস


আলী হোসেন রাজন :: ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার উদ্যাপন হয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ৬ এপ্রিল শনিবার সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেডিয়ামে ফিরে যায়। র‌্যালিতে অংশগ্রহন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিজবাউর রহমান , অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) আশরাফুর রহমানের সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
অনেক আগে থেকেই ৬ এপ্রিল আন্তর্জাতিকভাবে ‘ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ হিসেবে পালিত হয়ে আসছিল। ২০১৭ সালে এই দিনকে বাংলাদেশ বেছে নেয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে।