মৌলভীবাজার ও রাজনগর থানায় নবাগত দুই অফিসার ইনচার্জ (ওসি) যোগদান


সাকের আহমদ :: মৌলভীবাজার মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলমঙ্গীর হোসেন যোগদান করেছেন গত ১৫ এপ্রিল সন্ধায়। তিনি ১৯৯৫ সালে ১ মার্চ সাব ইন্সেপেক্টর পদে খুলনা রেঞ্জে পুলিশ বাহিনীতে যোগদান করে সুনামের সাথে মহানগর ডিবির ওসি. ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা, রাজশাহী জেলার চারঘাট মডেল থানাসহ ঢাকা,খুলনা ও রাজশাহীসহ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। অসীম সাহসিকতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী সফল অভিযান, অপরাধ নিয়ন্ত্রন,দক্ষতা,কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের কারনে অনেক সুনাম অর্জন করেছেন। ব্যক্তি জীবনে তিনি ৬ সন্তানের জনক। নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলমঙ্গীর হোসেন বলেন- পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সাংবাদিকদের কাজ অপরাধ তুলে ধরা।
আর পুলিশের কাজ অপরাধ নির্মুল করা ও যতদিন মৌলভীবাজার মডেল থানায় থাকবো ততদিন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব। অপরদিকে, রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন অবৈধ অস্ত্র,মাদক নিয়ন্ত্রণ ও প্যারেডে সেরা পারফরম্যান্সের জন্য আইজিপিব্যাজ পদক প্রাপ্ত পুলিশের চৌকস ও কর্মকর্তা মো: আবুল হাসেম। গত বৃহস্পতিবার তিনি রাজনগর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি প্রায় ১১বছর মৌলভীবাজারসহ সিলেটের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। মো: আবুল হাসেম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে বাসিন্দা। নবাগত ওসি মো. আবুল হাসেম বলেন, রাজনগর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি রাজনগর মাদকমুক্ত রাখতে কাজ করে যাব । নবাগত ওসি মো: আবুল হাসেম আরো বলেন জনগনের সহযোগিতার মাধ্যমে কাজ করবো ইনশাআল্লা।