মৌলভীবাজার জেলা বিএনপি’র প্রথম সভা বৃহস্পতিবার


স্টাফ রিপোর্টার :: সদ্য ঘোষিত মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত ১৫১ সদসস্যেও পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা বসছে আগামীকাল বৃহস্পতিবার।

সকাল ১০টায় শহরের কোর্টরোডস্থ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে  এ সভা অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান যৌথভাবে এ সভা আহবান করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা:এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবন।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,‘ উক্ত সভায় জেলা বিএনপি’র সম্মানিত সকল সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া সভায় দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয়াদি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান রাখবেন।