ম্যাপ সেবা নিয়ে আসছে হুয়াওয়ে


অপারেটিং সিস্টেমের পর গুগলের ম্যাপ সেবাকে চ্যালেঞ্জ জানাতে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে নিজস্ব ম্যাপ সেবা আনার পরিকল্পনা করছে। হুয়াওয়ের এ ম্যাপ সেবার নাম হতে পারে ‘ম্যাপ কিট’।

এতে রাস্তার নেভিগেশন সিস্টেমের পাশাপাশি রিয়েল টাইম ট্রাফিক পরিস্থিতি দেখতে পাবেন ব্যবহারকারী। অগমেন্টেড রিয়্যালিটি ম্যাপিং সুবিধাও থাকবে।
হুয়াওয়ের একজন নির্বাহী কর্মকর্তার সূত্রে চায়না ডেইলি এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ চায়না ডেইলিকে উদ্ধৃত করে জানিয়েছে, ম্যাপ কিটে লেন পরিবর্তন শনাক্ত করার বিশেষ ফিচার যুক্ত হতে পারে। ৪০টি ভাষার সমর্থনযুক্ত নতুন ম্যাপ অক্টোবর মাস নাগাদ চালু হতে পারে।

উল্লেখ্য, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি হারমোনি অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। এটি চীনে হংমেং নামে পরিচিত। একাধিক প্ল্যাটফর্ম সমর্থন করবে হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেমটি।

চলতি মাসের শুরুতে গুগল তাদের ম্যাপ সেবায় বেশ কিছু নতুন টুল চালু করে। এতে ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে বলে দাবি করে গুগলে। এতে অ্যাপ মেনু অংশে থাকা ইয়োর প্লেসেস ফিচারের মাধ্যমে ফ্লাইট ও হোটেল বুকিং দেওয়া যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *