যারা করোনা থেকে সুস্থ হয়েছেন তারা পুনরায় আক্রান্ত হচ্ছেন!


চীনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের ১৪% পুনরায় এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনই ভয়ানক সংবাদ দিয়েছেন চীনের স্বাস্থ্যকর্মকর্তারা। খবর বিবিসি’র।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৬৯,৬১০ জন হয়েছে। এই প্রাণঘাতী ভাইরাসের কারণে ১৫৭টি দেশে ৬৫১৮ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত চীনে ৮১,০২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২১৩ জন। চীনে মৃত্যুর হার ৩ দশমিক ৯৫ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটার নামের সংস্থার তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬৯৬১০ জন। এতে মারা গেছেন ৬৫১৮ জন। সুস্থ হয়েছেন ৭৭,৭৭৬ জন।

ইতালির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালিতে করোনাভাইরাসে নতুন করে ৩৪৮ জনের মৃত্যুর খবর মিলেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪,৭৪৭ জনে।  ইতালিতে মৃত্যুর হার ৭ দশমিক ৩১ শতাংশ।

ইতালির পরের অবস্থানে রয়েছে ইরান। রোববার পর্যন্ত ইরানে ১৩,৯৩৮ জন আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ৭২৪ জন।

ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে ১৫৭ টি দেশ এর প্রাদুর্ভাবের সাথে লড়াই করছে।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং নরওয়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *