মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পর তৃতীয় দেশ হিসেবে যুক্তরাজ্য প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি।
যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস থেকে সিইসি এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লাইভ অনুষ্ঠানে অংশ নেন। এদিকে বাংলাদেশে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে লাইভ অনুষ্ঠানে অংশ নেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এ ছাড়াও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আবেদনের জন্য বিশেষ ধরনের পোর্টাল উদ্বোধন করেন সিইসি। তিনি জানান, উদ্বোধন কার্যক্রম চলার সময়ই এ অনলাইন পোর্টালে ২৪টি আবেদন পড়েছে।
নূরুল হুদা বলেন, ‘আপনারা আবেদন করবেন অনলাইনে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সম্পন্ন করে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেব। ছবি তুলে নিয়ে যাওয়া হবে, বায়োমেট্রিক হবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। ভোটার হিসেবে আপনারা নিবন্ধিত হবেন। পরবর্তীতে এখানে বসে বাংলাদেশে কীভাবে ভোট দিতে পারবেন, সেই ব্যবস্থাও করা হবে।’
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করার দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
যুক্তরাজ্য প্রবাসীরা অনলাইনে ভোটার নিবন্ধন করতে ভিজিট করুন services.nidw.gov.bd/new_voter