আন্তার্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। শনিবার রাতে ফিলমোর স্ট্রিটে ওই হামলার ঘটনা ঘটে।
গোলাগুলির খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে জরুরি বিভাগের বেশ কিছু গাড়ি দেখা গেছে।
কেজিও টিভির খবরে বলা হয়েছে, ইডি স্ট্রিটের কাছে অবস্থিত ফিলমোর স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে তৎক্ষণাৎ সাড়া দিয়েছেন জরুরি বিভাগের কর্মীরা।
তারা স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন হামলাকারী হামলা চালানোর পরপরই সেখান থেকে পালিয়ে যায়।
ওই এলাকা এড়িয়ে চলতে লোকজনকে পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।