যুক্তরাষ্ট্রে স্তন ক্যান্সারে প্রতি বছর প্রাণ হারান প্রায় ৪২,০০০ নারী


পৃথিবীজুড়ে মরণব্যাধি স্তন ক্যানসারের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। সচেতনতার অভাব এবং আক্রান্ত হওয়ার পর পরই শনাক্ত করে না পারার কারণে এ রোগের মৃত্যুহারও অনেক বেশি।

সচেতনতা বাড়াতে বর্তমানে বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ২৫৫,০০০ নারীদের স্তন ক্যান্সার ধরা পড়ে। তারমধ্যে প্রায় ৪২,০০০ নারী এ রোগে মারা যায়।

স্তন ক্যানসার প্রতিরোধের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে: কতদিন পরপর নারীদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, বয়স ৪০ হওয়ার পর প্রতিটি নারীদের বছরে অন্তত একবার ম্যামোগ্রাম অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।

প্রাথমিক স্টেজে স্তন ক্যান্সার ধরা পড়লে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক গুন বেড়ে যায়। এক্ষেত্রে বিশেষজ্ঞরা প্রতি সপ্তাহে বাসায় সেল্ফ স্তন চেকিং এর উপর গুরুত্ব দিয়েছেন এবং নারীদের ভিতরে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *