যুক্তরাষ্ট্রে ১১০০ ফ্লাইট বাতিল


যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে প্রায় এক হাজার ১০০ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫০ টির বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়।

অন্যদিকে মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয়।

ইউএসএ টুডে জানিয়েছে, শক্তিশালী ঝড় ও হিমশীতল বৃষ্টিপাতের কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়।

শিকাগোর জরুরি বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঝড় ও শীতল বৃষ্টির বৈরি আবহাওয়ায় শিকাগো রাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বেশ কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইসিয়ানা এবং আলাবামায় বেশ কয়েকটি ঝড় বয়ে গেছে। এতে বিভিন্ন স্থানে বিদ্যুতবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে নাগরিকরা। এই ঝড়ের কারণে দুর্ঘটনায় পড়ে এখন পযন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

সৌজন্যে :: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *