যুক্তরাষ্ট্রে ৫ দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৫৫৮৫ মানুষ


মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ফের মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২১-২৫ জুলাই গড়ে ১১১৭ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দেশটিতে আজ সোমবার পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ৪৫১ জন প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন। তিন নম্বরে থাকা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩২ হাজার ৮১২ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ২৬৯ জন। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৪৫ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৭৬৯ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *