বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক হলেন ড. মোহাম্মদ রাব্বি আলম।
গতকাল সোমবার তাকে এ পদে মনোনীত করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক।
গতকাল সোমবার এক ভিডিও বার্তায় আদর্শিক বিচ্যুতি ও নিষ্ক্রিয়তার কারণে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পূর্বের কেন্দ্রীয় নেতৃত্ব কে অব্যাহতি প্রদান করে ডঃ মোঃ রাব্বী আলম কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক হিসাবে ঘোষণা দেন।
একইসাথে ডঃ রাব্বী কে যুক্তরাষ্ট্রের যে সকল ইউনিটে বঙ্গবন্ধু পরিষদের কমিটি রয়েছে সে সকল ইউনিট কে অবহিত করে জাতীয় কনভেনশন প্রস্তুত করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন৷
ভিডিও বার্তায় ডাঃ মালেক জাতীয় কনভেনশনে যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি লিখিত দরখাস্ত প্রেরণের নির্দেশনা প্রদান করেন৷ এছাড়া আমেরিকায় কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নব নিযুক্ত আহবায়ক ডঃ রাব্বী আলম কে নির্দেশ প্রদান করেন৷