যে কারণে সাংবাদিকের ‍মুখে ঘুষি মারতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট


এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠেছে। সেই দুর্নীতিতে প্রেসিডেন্ট পত্নী মিশেল বলসোনারোর নাম জড়িয়েছে। সাংবাদ সম্মেলনে এনিয়ে কথা বলতেই প্রশ্নকর্তা সাংবাদিককে মুখে ঘুষি মারার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

প্রতি রবিবার নিয়ম করে ব্রাসিলিয়ার গির্জা মেট্রোপলিটন ক্যাথিড্রালে আসেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গতকাল রবিবারও সেই নিয়মের কোনো নড়চড় হয়নি। সেখানেই সাংবাদিকের একটি দল প্রেসিডেন্টের সঙ্গে বার্তালাপে এগিয়ে আসে। নানা কথার ফাঁকে মিশেল বলসোনারোর দুর্নীতি যোগ নিয়ে প্রশ্ন ওঠতেই মেজাজ হারান প্রেসিডেন্ট। তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।

জানা যায়, ওই সাংবাদিক হচ্ছেন দেশটির ‘ও গ্লোবো’ নামের একটি পত্রিকার প্রতিবেদক। স্ত্রীর বিরুদ্ধ দুর্নীতির অভিযোগ নিয়ে বলসোনারোর কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ওই প্রতিবেদক।

পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, আমাদের প্রতিবেদক সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আর তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালেন প্রেসিডেন্ট। এ ঘটনা নিয়ে বলসোনারোর পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *