রংপুরে মে দিবসে র‌্যালি


ডেস্ক রিপোর্ট :: রংপুরে বুধবার সকালে মে দিবসে র‌্যালি হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ র‌্যালি উদ্বোধন করেন ডিসি এনামুল হাবিব।র‌্যালিটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে আলোচনাসভায় অংশ নেয়। সভায় রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আলিম মাহামুদ, এসপি মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করীম, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।