সবকয়টি ম্যাচ হেরে দশম দল হিসেবে বিশ্বকাপ শেষ করেছে আফগানিস্তান। দলের ব্যর্থতার সাথে সাথে ছোট দলের বড় তারকা তকমা পাওয়া আফগান অলরাউন্ডার রশিদ খানও চরমভাবে ব্যর্থ হয়েছেন বিশ্বকাপে। সে ব্যর্থতার প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়ে।
বিশ্বকাপে তাঁর ঘূর্ণিতে কুপোকাত হবে ব্যাটসম্যানরা এমন প্রত্যাশাই করেছিল ক্রিকেট বিশ্ব। তবে সবাইকে হতাশ করেছেন আফগান এ ক্রিকেটার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন রশিদ। বিশ্বকাপ শেষে নেমে গেছেন পাঁচে।
ভুলে যাওয়ার মত এক বিশ্বকাপই কাটিয়েছেন রশিদ খান। নয় ম্যাচে ৭১.৫ ওভার বল করে ৪১৫ রান দিয়েছেন তিনি। বিপরীতে মাত্র ছয় উইকেট জমা করতে পেরেছেন ঝুলিতে।
এ ছাড়া বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জাজনক রেকর্ডও গড়েছেন এই স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়েও কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। বিশ্বকাপে উইকেবিটহীন এটিই সবচেয়ে বাজে বোলিং। এছাড়া ব্যাটিংয়েও ব্যর্থ হয়েছেন এ ক্রিকেটার। ৯ ম্যাচে ৯ ইনিংস খেলে তার সংগ্রহ মাত্র ১০৫ রান।