রাজনগরে বজ্রপাতে ১২ চা শ্রমিক আহত


রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে বজ্রপাতে ১২জন চা শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬জনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা হাজিনগর চা বাগানে এ ঘটনাটি ঘটে।

বাগানের পঞ্চায়েত কমিটির সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই রাজনগরে বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। দুপুর দুইটার দিকে রাজনগর উপজেলার হাজিনগর চা বাগান এলাকায় চা পাতা তুলছিলেন। ঝড় শুরু হলে নারী চা শ্রমিকরা বাগানের ৭নং সেক্শনের ওজন মাপার ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে ১২জন চা শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয় হয়।

গুরুতর আহত আহতদরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা হলেন- সর্দার মন্টু গড়াই (৪৭), নারী শ্রমিক বৃন্দা রাজভর (৪৫), জানকি দাস (৪২), কিরণমালা (৩৫), সারথি গড়াই (৩২), আমিনা বেগম (২৫)।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোশারফ হোসাইন বলেন, ঝড়ের সময় শ্রমিকরা ওজন মাপার ঘরে আশ্রয় নিয়েছিল। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা আহত হন। আমরা দ্রুত তাদের বাগানের চিকৎসককে দেখাই। কয়েকজনকে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।