রাজশাহীর কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলোকে জেলহাজতে পাঠানো হয়েছে। দুর্নীতির তিনটি মামলায় শুক্রবার দুপুরের দিকে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় মোহনপুর থানা পুলিশ।
ওই মামলা তিনটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতার আলাউদ্দিন আলো কেশরহাট পৌর বিএনপির সভাপতির পদে রয়েছেন।
বৃহস্পতিবার রাতে কেশরহাট পৌরসভার দর্শনপাড়া মহল্লায় আরেক বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি মামলায় আলাউদ্দিন আলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। শুক্রবার তাকে জেলহাজতে নেয়া হয়েছে।