রেকর্ড ভাঙ্গলো টেইলর সুইফট এর ‘মি’!


বিনোদন ডেস্ক :: মার্কিন জনপ্রিয় সংগীত শিল্পী টেইলর সুইফটের এ বছরের প্রথম গান ‘মি’ প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার গানটি অফিশিয়াল মিউজিক ভিডিও সহকারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পায়। মুক্তির সঙ্গে সঙ্গেই বাজিমাত করেছে গানটি। এছাড়া মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই গানটি ভেঙ্গে দিয়েছে বাকি সব গানের রেকর্ড। 

ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব রোববার এক টুইট বার্তায় জানিয়েছে, গানটি প্রকাশের প্রথম দিনেই ৬৫.২ মিলিয়ন বার দেখা হয়েছে। সেটি কোনো নারী ও একক শিল্পীর গান হিসেবে এক দিনে সর্বোচ্চ বার দেখা কোনো গান।

এছাড়া ভিডিও শেয়ারিং এর আরেক সাইট ভেভোও জানিয়েছে, গানটি মুক্তির প্রথম দিনে দেখা যে কোনো গানের রেকর্ড ভেঙ্গে দিয়েছে। 

অনলাইন মিউজিকে জনপ্রিয় আরেক প্ল্যাটফর্ম অ্যামাজন জানিয়েছে, গানটি তাদের দু’টি রেকর্ড ভেঙ্গেছে। একিটি হলো প্রথম দিনে সর্বোচ্চ বার শোনা গানের রেকর্ড ও অপরটি অ্যামাজান অ্যালেক্সায় ভয়েস রিকোয়েস্টের মাধ্যমে মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ বার খোঁজা গানের রেকর্ড। 

মুক্তি পাবার চারদিন পরেও গানটি যে পরিমান জনপ্রিয়তা পেয়েছে, তাতে ধারনা করা হচ্ছে সামনে দ্রুতই আরো বেশ কিছু পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়বে টেইলর সুইফটের ‘মি’ গানটি।