রোটারী ক্লাব অফ সিলেট ইস্ট এর ২০২১-২২ রোটাবর্ষের ৩টি প্রজেক্ট (মাস্ক বিতরণ, মৌসুমী ফলমূল বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী) অত্যান্ত সফল ও সুন্দরভাবে বিতরণ কর্মসূচি স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
উক্ত তিনটি প্রজেক্ট রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর সভাপতি আব্দুল আলীম তুষার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ অলিউর রহমান চৌধুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোনাল কো-অর্ডিনেটর জনাব পিপি ফয়সাল করীম মুন্না (রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ার), এসিস্ট্যান্ট গভর্নর জনাব পিপি মোঃ মিজানুর রহমান (রোটারি ক্লাব অব সিলেট ইস্ট), জোনাল সেক্রেটারী জনাব পিপি সামছুল আমীন রাকী (রোটারি ক্লাব অব সিলেট ইস্ট), জনাব পিপি নাজিম উদ্দীন শাহান (রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সী), জনাব সজল দেব নাথ (প্রেসিডেন্ট ইলেক্ট রোটারী ক্লাব অব সিলেট ইস্ট), জনাব আজিজুর রহমান (ট্রেজারার রোটারী ক্লাব অব সিলেট ইস্ট), জনাব আশরাফ মিয়া (সার্জেন্ট এট আর্মস রোটারী ক্লাব অব সিলেট ইস্ট) এবং জামেয়া ইসলামিয়া দারুল কোরআন, নূরে মদিনা তাহফিযুল কোরআন মাদ্রাসা এবং মাখজানুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর সম্মানিত মুহতামিমবৃন্দ।