মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৫টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বন্যপ্রাণী অবমুক্ত করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বুরহান উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার এর সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব প্রমুখ।
অমুবক্ত করা প্রাণীগুলোর হলো- ২টি সবুজ বোড়া সাপ, একটি কাল নাগিনী, একটি সঙ্খিনী সাপ ও একটি লজ্জাবতী বানর। প্রাণী অবমুক্ত করা শেষে লাউয়াছড়া বন বিশ্রামাগারের সামনে একটি বটবৃক্ষের চারা রোপন করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, এই প্রাণীগুলো বিভিন্ন সময়ে লোকালয়ে ধরা পড়েছিল। লোকদের কাছ থেকে এগুলো উদ্ধার কর সেবা প্রদান করে প্রাণীগুলো আবাসস্থলে আবার অবমুক্ত করা হয়েছে।