শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের লাউয়াছড়ার জানকিছড়া থেকে উদ্ধার নবজাতকের বাবা-মা কে সনাক্ত করেছে পুলিশ। একই সাথে শিশুটির মাকে ধর্ষণ ও শিশুটিকে হত্যাচেষ্টার অভিযোগে সন্তানের জন্মদাতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিকেলে শিশুটির নানী পারুল কর বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় তার মেয়েছে ধর্ষণ ও নাতনীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন।
পারুল কর বলেন, আমার কিশোরী মেয়েকে নিয়ে আমি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুরে থাকি। স্বামী না থাকায় খুব কষ্ট করেই চলছিল তার সংসার। জীবিকার সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার সুযোগে তার কিশোরী মেয়েকে পাশের বাড়ির সিএনজি ড্রাইভার দুই সন্তানের জনক অরুণ কর নানা প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছে। আমার মেয়ে কিছুু বুঝে উঠার আগেই সন্তান সম্ভবা হয়ে উঠে। এ সময় তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করা হয়। কিন্তু জন্মের আগে তাকে পৃথিবী থেকে তাড়িয়ে দিতে না পারলেও জন্মের পর তাকে নির্জন লাউয়াছড়া বনে নির্বাসনে দেয় অরুণ ও তার অপর দুই সহযোগী।
অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে শিশুটির বাবা মাকে সনাক্ত করি। পরে কিশোরী মেয়ের মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণ ও নাতনীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামরা দায়ের করেছে। ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় অরুন করকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বিষয়ে এখন আদালত সিদ্ধান্ত নিবে।