লাউয়াছড়া বন থেকে নবজাতক শিশু উদ্ধার


সাদিকুর রহমান সামু :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বন থেকে নবজাতক শিশু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া নামক এলাকা থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ।

বনবিভাগ সুত্রে জানা গেছে, বুধবার সকালে জানকিছড়া বনে সদ্য ভূমিষ্ট একটি শিশু পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতক শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি (তদন্ত) সুধীন চন্দ্র বলেন, প্লাসেন্টা লাগানো শিশুটিকে উদ্ধার করার পর আইনী জটিলতা উপেক্ষা করে চিকিৎসার জন্য শিশুটিকে দ্রুত শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ্য আছে। শিশুটির উপযুক্ত অভিভাবকে সন্ধানে আইনী প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।