স্টাফ রিপোটার :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে মৌলভীবাজারের সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবিরশ্মি’র সদস্যরা। এর আগে সংক্ষিপ্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তারা।
এতে অংশ নেন প্রিতা চৌধুরী মনি, সুস্মিত বিথী, অলকা রায়, নন্দিনী সিনহা, আব্দুর রব, সুপ্তোত্থিা সড়োশী, প্রিয়াঙ্কা, পার্থ সারথি করসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
রবিরশ্মি পরিবারের সদস্যরা জানান, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এ অর্জনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন তাদের স্মরণ করা আমাদের কর্তব্য।
এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন তারা।