শহীদ জগৎ জ্যোতি হত্যার বিচারের দাবিতে মদিনা মার্কেটে মানববন্ধন


বাংলা সংবাদ ডেস্কঃছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট গনজাগরন মঞ্চের অন্যতম সদস্য শহীদ জগৎ জ্যোতি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকাবাসী ও স্বজনরা।

আজ ৫শে মার্চ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নগরীর মদিনা মার্কেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল মদিনা মার্কেট প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জগৎ জ্যোতি হত্যা কান্ডের ৮ বছর অতিবাহিত হলেও এখনও এর বিচার হয়নি।সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,জুয়েল আহমেদ, মাজহারুল ইসলাম রুকন, জহিরুল ইসলাম জুয়েল,রেদওয়ান মাহমুদ, আতিকুর রহমান আতিক, কয়ছর আহমদ, কাদির খান হিমেল দাস রিকি, সুমন ইসলাম খান, কাউসার কামালি, খোকন আহমেদ খোকা, দুলাল আহমেদ,রেজাউল করিম জিহান, অলিউর রহমান, আরিফ আহমেদ, কল্যাণ দাস কণ্টু দাস, শামীম আহমেদ শিবির তালুকদার, সুমন আহমেদ, মৃম্ময় দাস ঝুটন, মিফতাউল ইসলাম লিমন,বিপ্লব দাস, আবির দাস বকুল,বিজন দাশ,জন কান্তি দাশ,স্বাগতম চৌধুরী দীপংকর, অপু তালুকদার,শাহ রোকনুজ্জামান,বিপুল সরকার,অপু দাস,পলাশ দে,বিজিত তালুকদার,প্রশান্ত সরকার,রিপন সরকার,অজয় দাস,রাজিব সরকার, পরিতোষ সরকার,সন্তোষ তালুকদার,সাজু আহমদ,অমিত দাস,জুয়েল দাস,রিংকু,এহসান,ঝুলন, মুক্তার হোসেন, টিপু দাস জুয়েল দাস, আজিজ তালুকদার, জালাল বক্স, ইমন আহমেদ আরো অনেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *