দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারের সবচেয়ে বড় স্বর্ণের দোকান ‘নকশা জুয়েলার্সের’ শাটার ভেঙে সিসি ক্যামেরা বিকল করে ২০ লাখ টাকার স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে ফুলবাড়ী বাজার কালিবাড়ি রোডে নকশা জুয়েলার্সের দোকানের তিনটি সিন্দুকের একটির তালা কেটে ২৭টি স্বর্ণের হার চুরি করে নিয়ে যায় চোরেরা।
নকশা জুয়েলার্সের মালিক মো. আজিজুল ইসলাম বলেন, সকাল ৮টায় দোকান খুলতে এসে শাটারের লক ও তালা কাটা অবস্থায় দেখতে পাই। শাটার খুলে ভেতরে ঢুকে তিনটি সিন্দুকের একটির তালা কাটা দেখতে পাই। তাক্ষণিক থানায় ফোন দিলে পুলিশ এসে ভাঙা সিন্দুকটি খুলে দেখেন। ওই সিন্দুকে থাকা ৩৫ ভরি ওজনের ২৭টি হার চুরি করে নিয়ে যায় চোরেরা। স্বর্ণগুলোর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় সিসি ক্যামেরা চালু করতে দেখি বিকল হয়ে পড়ে আছে।
স্বর্ণের দোকানে চুরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক, ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাজুল ইসলাম, সহ-সাধরণ সম্পাদক গৌতম দত্ত ও স্বর্ণ শিল্পী সমিতির আহ্বায়ক মো. মানিক মন্ডল।
ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে চুরি যাওয়া সিন্দুক ও তার আশপাশের আলামত সংগ্রহ করেছি আমরা। দোকানের তিনটি সিন্দুকের মধ্যে দুটি অক্ষত আছে। একটির স্বর্ণ চুরি হয়েছে। ধারণা করছি আশপাশের চোর হতে পারে। পাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।