শাহজালালে দুই হাজার ইয়াবাসহ আটক ১

banglashangbad

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়েছে। তার নাম মো. নূর আহম্মেদ (৩৬)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় নূর আহম্মেদকে। সে সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তার সন্দেহজনক চলাফেরা অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নূর আহম্মেদ তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে দেহ তল্লাশি করে ১৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায় বালুখালীর কালু নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে এবং ঢাকার রন্টি নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কথা ছিল।

আটক নূর আহম্মেদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আলমগীর শিমুল।