শাহিদুরকে নৌকার মনোনয়ন দিতে মিশিগান যুবলীগের আহ্বান


আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপ-নির্বাচনে মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সিলেট জেলা আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট যুবলীগ।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির মদিনা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

মিশিগান স্টেট যুবলীগের সিনয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ।

এ সময় উপস্তিত ছিলেন মিশিগান স্টেট যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ মোমেন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান স্টেট সেচ্চাসেবকলীগের সদস্য সচিব কবির আহমদ শাহরিয়ার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন, সিনিয়র সদস্য ইমরান এইচ নাহিদ, রেজাউল হাছান, আরিফ আরমান জিসান।

লিখিত বক্তব্যে জানানো হয়, শাহিদুর রহমান চৌধুরী আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। আপাদমস্তক একজন মুজিব সৈনিক। বিএনপি-জামায়াতের দুঃশাসনের সময়ে সংগঠনের জন্য কাজ করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন। হামলার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রে আসার পর মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। মিশিগান যুবলীগকে সংগঠিত ও কর্মতৎপর রাখতে নিরলস কাজ করেছেন। সবসময় সংগঠনের নেতা-কর্মীদের পাশে ছিলেন তিনি। এমন ত্যাগী মানুষকে মনোনয়ন দিলে দেশ ও জনগণের পাশাপাশি আওয়ামী লীগের কল্যাণ হবে বলে আশা করা যায়।

সংবাদ সম্মেলনে মিশিগান স্টেট যুবলীগের নেতৃবৃন্দ শাহিদুর রহমান চৌধুরীকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানান।

এসময় নেতৃবৃন্দ মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, অনুষ্ঠিতব্য সিলেটের গোলাপগঞ্জে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা দীর্ঘ। এরই মধ্যে গোলাপগঞ্জে বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ। এ সভায় আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পারেননি। এর মধ্যে গোলাপগঞ্জ উপ-নির্বাচনে ১০ জন প্রার্থীর তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন- বর্ধিত সভায় যাদের নাম এসেছে সবার নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *